- বেতাগী পৌরসভা-
বেতাগী পৌরসভা বাংলাদেশের বরগুনা জেলার অন্তর্গত বেতাগী উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৯ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ‘‘ক’’ শ্রেনীর পৌরসভা।
- ইতিহাস-
১৯৯৯ সালের ১৮ই মার্চ বেতাগী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২৩শে মার্চ ১৯৯৯ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বেতাগী পৌরসভার প্রশাসক নিযুক্ত হন ও জেলা পরিষদ ডাকবাংলোয় পৌরসভার অফিস স্থাপন করা হয়। ২৮শে জুন ১৯৯৯ সালে বেতাগী পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আবুল কাশেম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ও ১লা নভেম্বর ২০০৪ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বে কর্মরত ছিলেন। ৫ই অক্টোবর ২০০৪ সালে পৌরসভায় ২য় বারের মত নির্বাচন অনুষ্ঠিত হয় ও এতে মোঃ শাহজাহান কবির মেয়র নির্বাচিত হন। তিনি ৯ই ফেব্রুয়ারি ২০১১ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ঐ বছর ফেব্রুয়ারিতে ৩য় পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আলতাফ হোসেন বিশ্বাস মেয়র হিসেবে নির্বাচিত হন। ৩০ শে ডিসেম্বর ২০১৫ সালে ৪র্থ পৌর নির্বাচনে এ.বি.এম. গোলাম কবির মেয়র হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ২৮শে ডিসেম্বর ২০২১ সালে ৫ম পৌর নির্বাচনে এ.বি.এম. গোলাম কবির পুনঃরায় মেয়র হিসেবে নির্বাচিত হন।
- প্রশাসনিক অবকাঠামো-
বেতাগী পৌরসভার আয়তন ৭.৭২ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড ও ৯টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বেতাগী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১০নং নির্বাচনী এলাকা বরগুনা-২ এর অংশ।
- শিক্ষা-
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বেতাগী পৌরসভার সাক্ষরতার হার ৭৬.৪%।